::বই পরিচিতি::
গত শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী ও চিন্তানায়কদের অন্যতম, মার্কসবাদ-লেনিনবাদের ভাণ্ডারকে বিকশিত করার কারিগর, সর্বহারা শ্রেণির মহান শিক্ষক মাও সে-তুঙের রচনাবলি খণ্ড ৬ বাংলা-অনুবাদ প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৫ একুশে বইমেলায়, প্রগতিশীল প্রকাশনা বাঙ্গালা গবেষণা কর্তৃক প্রকাশিত। বাংলাদেশ-পশ্চিম বাংলাসহ বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য অনুদিত মাও’র এ রচনা-সংকলন সমাজ গবেষক-সমাজ বিপ্লবীদের জন্য অমূল্য এক সংযোজন।
মাও’র সমাজতান্ত্রিক চীন আজ সামাজিক সাম্রাজ্যবাদী রাষ্ট্র। মাও-মৃত্যু পরবর্তী সমাজতান্ত্রিক চীন পরিণত হয়েছে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী চীনে। পিকিং বিদেশি ভাষা প্রকাশনালয় থেকে ১৯৬৫-’৭৮ পর্যন্ত মাও নির্বাচিত রচনাবলি ইংরেজিতে পাঁচটি খণ্ডে প্রকাশিত হয়। যা পরবর্তীতে কলকাতার নবজাতক প্রকাশনী থেকে ১৯৭৪-’৭৮ সালে বাংলায় অনুদিত হয়। এর বাইরেও মাও’র আরও বহু রচনা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থেকে যায়। মাও পরবর্তী পুঁজিবাদী চীন যে এ ধরনের কাজে উদ্যোগী হবে না তা বলাই যায়, বাস্তবে তা হয়ও নি। চীনের বাইরে অবস্থিত মাও’র সত্যিকার অনুসারীরা দুঃসাধ্য এ কাজকে বাস্তবে রূপ দেয়। দীর্ঘ সময় পর ক্রান্তি পাবলিশার্স, হায়দারাবাদ; ভারত থেকে ২০০৬/০৭ সালে ইংরেজিতে প্রকাশিত হয় মাও’র অবশিষ্ট রচনাবলি ৬-৯ খণ্ডে। বাংলায় এ উদ্যোগ তারই ধারাবাহিকতার অংশ বলে অনুবাদকের ভূমিকা থেকে জানা যায়।
কষ্টসাধ্য এ কাজকে বাস্তবে রূপ দেয়ার জন্য অনুবাদক সরকার নজরুল ইসলাম, প্রকাশনা সংস্থার পরিচালক আফজালুল বাশারসহ যাদের দীর্ঘদিনের ঐকান্তিক চেষ্টায় এটি আলোর মুখ দেখেছে তাদের সবাইকে ‘আন্দোলন’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
প্রাপ্তি স্থান : মাও সে-তুঙের নির্বাচিত রচনাবলি খণ্ড ৬, অনুবাদক : সরকার নজরুল ইসলাম, প্রকাশনা : বাঙ্গালা গবেষণা, পৃষ্ঠা : ৪৫৪, মূল্য : ৯০০ টাকা/ ৪৫ ডলার, ১৩৭, জাহানার গার্ডেন গ্রিনরোড, ঢাকা ১২১৫, মোবা : ০১৭১৬ ১২৭০১০।
অনলাইন : রকমারি.কম এ বইটির নাম লিখে সার্চ করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
::বই পরিচিতি::
গত শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী ও চিন্তানায়কদের অন্যতম, মার্কসবাদ-লেনিনবাদের ভাণ্ডারকে বিকশিত করার কারিগর, সর্বহারা শ্রেণির মহান শিক্ষক মাও সে-তুঙের রচনাবলি খণ্ড ৬ বাংলা-অনুবাদ প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৫ একুশে বইমেলায়, প্রগতিশীল প্রকাশনা বাঙ্গালা গবেষণা কর্তৃক প্রকাশিত। বাংলাদেশ-পশ্চিম বাংলাসহ বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য অনুদিত মাও’র এ রচনা-সংকলন সমাজ গবেষক-সমাজ বিপ্লবীদের জন্য অমূল্য এক সংযোজন।
মাও’র সমাজতান্ত্রিক চীন আজ সামাজিক সাম্রাজ্যবাদী রাষ্ট্র। মাও-মৃত্যু পরবর্তী সমাজতান্ত্রিক চীন পরিণত হয়েছে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী চীনে। পিকিং বিদেশি ভাষা প্রকাশনালয় থেকে ১৯৬৫-’৭৮ পর্যন্ত মাও নির্বাচিত রচনাবলি ইংরেজিতে পাঁচটি খণ্ডে প্রকাশিত হয়। যা পরবর্তীতে কলকাতার নবজাতক প্রকাশনী থেকে ১৯৭৪-’৭৮ সালে বাংলায় অনুদিত হয়। এর বাইরেও মাও’র আরও বহু রচনা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থেকে যায়। মাও পরবর্তী পুঁজিবাদী চীন যে এ ধরনের কাজে উদ্যোগী হবে না তা বলাই যায়, বাস্তবে তা হয়ও নি। চীনের বাইরে অবস্থিত মাও’র সত্যিকার অনুসারীরা দুঃসাধ্য এ কাজকে বাস্তবে রূপ দেয়। দীর্ঘ সময় পর ক্রান্তি পাবলিশার্স, হায়দারাবাদ; ভারত থেকে ২০০৬/০৭ সালে ইংরেজিতে প্রকাশিত হয় মাও’র অবশিষ্ট রচনাবলি ৬-৯ খণ্ডে। বাংলায় এ উদ্যোগ তারই ধারাবাহিকতার অংশ বলে অনুবাদকের ভূমিকা থেকে জানা যায়।
কষ্টসাধ্য এ কাজকে বাস্তবে রূপ দেয়ার জন্য অনুবাদক সরকার নজরুল ইসলাম, প্রকাশনা সংস্থার পরিচালক আফজালুল বাশারসহ যাদের দীর্ঘদিনের ঐকান্তিক চেষ্টায় এটি আলোর মুখ দেখেছে তাদের সবাইকে ‘আন্দোলন’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
প্রাপ্তি স্থান : মাও সে-তুঙের নির্বাচিত রচনাবলি খণ্ড ৬, অনুবাদক : সরকার নজরুল ইসলাম, প্রকাশনা : বাঙ্গালা গবেষণা, পৃষ্ঠা : ৪৫৪, মূল্য : ৯০০ টাকা/ ৪৫ ডলার, ১৩৭, জাহানার গার্ডেন গ্রিনরোড, ঢাকা ১২১৫, মোবা : ০১৭১৬ ১২৭০১০।
অনলাইন : রকমারি.কম এ বইটির নাম লিখে সার্চ করতে হবে।
আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র